রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতের ওপর আরও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ভারত রাশিয়া থেকে শুধু বিপুল পরিমাণ তেলই কিনছে না, বরং বিশাল মুনাফার জন্য তার বড় একটি অংশ খোলা বাজারে বিক্রি করছে। তারা মোটেই চিন্তা করছে না যে, ইউক্রেনে কত মানুষ রাশিয়ার যুদ্ধযন্ত্রের হাতে মারা যাচ্ছে। এ কারণে আমি ভারতের ওপর উল্লেখযোগ্যভাবে শুল্ক বাড়াব।’
এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতির জন্য ৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন, যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্রুত যুদ্ধ বন্ধ না করেন, তবে যারা রাশিয়া থেকে বিশেষত জ্বালানি সামগ্রী কিনছে, তাদের ওপর আরও শুল্ক আরোপ করা হবে, যা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার হলো চীন ও ভারত, যাদের সঙ্গে বর্তমান মার্কিন প্রশাসন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘ভারতের ওপর এমন শুল্ক আরোপ পুরোপুরি অন্যায্য ও অযৌক্তিক।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যেসব দেশ ভারতকে নিয়ে সমালোচনা করছে, তারাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। আমাদের ক্ষেত্রে এটি জাতীয় প্রয়োজনে করা হয়েছে। এমন দ্বিচারিতা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
ভারত জানিয়েছে, ‘আমাদের জনগণের জন্য স্থিতিশীল ও সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করতে রাশিয়া থেকে তেল আমদানি করা হয়েছে।’
এর আগে গত বুধবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, মস্কোর সঙ্গে ভারতের সামরিক সরঞ্জাম বাণিজ্য নিয়ে আরও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে।
আপনার মতামত লিখুন :