যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের নাভাজো নেশন অঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বিমানটি চিকিৎসা সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করা হতো। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নাভাজো নেশন পুলিশ এক ফেসবুক পোস্টে জানায়, ছোট আকারের বিমানটি কাছাকাছি একটি হাসপাতাল থেকে একজন রোগীকে নিতে যাচ্ছিল, ওই সময়ই এটি বিধ্বস্ত হয়।
নাভাজো পুলিশ আরও জানায়, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে রয়েছি।’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোরটেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি বিচক্রাফট-৩০০ মডেলের ছিল।
এ বিষয়ে এনটিএসবির মুখপাত্র সারাহ টেলর সিএনএনকে বলেন, ‘আমাদের তদন্তকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে এবং রাতের মধ্যেই সেখানে পৌঁছানোর কথা। তারা পৌঁছানোর পর দুর্ঘটনাস্থলের নথিপত্র সংগ্রহ ও বিমানের তদন্ত শুরু করবে। এরপর বিমানটিকে একটি সুরক্ষিত স্থানে স্থানান্তর করে আরও বিশদ তদন্ত চালানো হবে।’