ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

রাজনৈতিক দল গঠনের স্বপ্ন ভাঙলেন ইলন মাস্ক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৫:৩১ এএম
ইলন মাস্ক। ছবি- সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক নীরবে তার নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত রেখেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল গত মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, মাস্ক তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, আপাতত তিনি নিজের প্রতিষ্ঠানগুলোতে মনোযোগ দিতে চান।

এ প্রসঙ্গে ইলন মাস্ক নিজে সরাসরি কোনো মন্তব্য না করলেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) সংক্ষিপ্তভাবে লেখেন, ‘ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল যা-ই বলুক না কেন, তা কখনো সত্য মনে করার কারণ নেই।’

গত বছরের জুলাই মাসে মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামের একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্যাক্স কমানো ও সরকারি ব্যয় বিল নিয়ে মতবিরোধের পর তিনি এই উদ্যোগ নেন।

তবে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বলছে, মাস্ক এখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার দিকেই মনোযোগ দিচ্ছেন।

তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন করলে জেডি ভ্যান্সের সঙ্গে তার সম্পর্কের অবনতি হতে পারে- এ আশঙ্কায় তিনি আপাতত পরিকল্পনা থেকে সরে এসেছেন।