আলকাট্রাজ কারাগার ফের চালুর নির্দেশ ট্রাম্পের
মে ৫, ২০২৫, ০১:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ভয়ানক অপরাধীদের জন্য এ পুরোনো কারাগারটি আধুনিকভাবে সংস্কার করে নতুন করে চালু করা হবে।
রোববার (৪ মে) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বিবৃতিতে বলেন, ‘আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং খুলে দিন!’
তিনি বলেন, ‘আমেরিকা এখন সহিংস...