পঞ্চগড়ের বোদায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাট এলাকার ডোবায় সুহেল ইসলাম (৩২) নামের এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীরা। নিহত সুহেল ইসলাম স্থানীয় বানিয়াপাড়া গ্রামের ছাবিরুল ইসলামের ছেলে।
বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে লাশ মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহতের সঙ্গে কিছুদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তবে হত্যার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন