অভিনব কায়দায় ট্রেনে মাদক পাচারকালে বিপুল ইয়াবাসহ মো. সুলতান প্রামানিক নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল এসব তথ্য জানান র্যাব-১-এর সিনিয়র এএসপি মো. পারভেজ রানা।
তিনি বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে করে কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসছে। এমন খবরে কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে সুলতানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশি করে শপিং ব্যাগের ভেতরে রাখা ইয়াবাগুলো জব্দ করা হয়। তার বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দে। দীর্ঘদিন ধরে তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনসহ আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন