সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের পাশে আদালত চত্বরের সামনে স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত স্ত্রী হাসপাতালে মারা গেছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ধর্মপাশা উপজেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শরিফা আক্তার (২৮)। তার তিন বছর বয়সি একটি মেয়ে রয়েছে, নাম আরবি। শরিফা আক্তারের স্বামী মো. আক্তার হোসেন (৪০), পিতা হেকিম মির্জা, ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও স্ত্রীর মধ্যে অনেক দিন ধরে মামলা চলছিল আদালতে। শরিফা আক্তার আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় তার স্বামী আক্তার হোসেন পেছন থেকে এসে হঠাৎ করে শরিফার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ধর্মপাশা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে বিকেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর আক্তার হোসেন পালানোর চেষ্টা করলে জনগণ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ ব্যাপারে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে পূর্বের একটি মামলার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন