হেমন্ত
শাহীন খান
শরৎ এলো শরৎ গেল
আসল ফিরে হেমন্ত
উদাস হৃদয় কাব্য লেখে
স্বপ্ন দেখে এ মনতো!
বনের মাঝে দোয়েল ডাকে
দিন প্রতিদিন দিনান্তে
ইচ্ছে করে চাই চলে যাই
পথ পেরিয়ে সীমান্তে।
ফুল ফসলে ছেয়ে গেছে
ধান কাউনের মাঠটা
কেনাকাটায় ধুম পড়েছে
কুসুমপুরের হাটটা।
খেজুর রসে খাই যে পিঠা
মা মনিটার চেষ্টায়
নবান্নটার ঘ্রাণ ছড়াল
সবুজ শ্যামল দেশটায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন