টুনটুনির ডিম
শেখ সোহেল রেজা
ছোট্ট পাখি টুনটুনি
বাঁধল বাসা গাছে,
তাই দেখে কাক পাখি
মনে মনে হাসে।
টুনটুনির ডিম খাবে
মনে খুশি লাগল,
তাইতো সেই কাক পাখিটা
বাসার ভেতর ঢুকল।
টুনটুনির ডিম খেয়ে
কাক ভীষণ খুশি,
বিচার হবে তাইতো আজ
কাক পাখিটা দোষী।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন