জীবাষ্ম জ্বালানি থেকে রাতারাতি নবায়নযোগ্য জ্বালানিতে লাফ দেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বরং বাস্তবভিত্তিক পথনকশা ধরে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শুধু তাই নয়, নবায়নযোগ্য বিদ্যুতে জোর দিয়ে তিনি দ্রুত জ¦ালানি মহাপরিকল্পনা সংশোধনেরও আহ্বান জানান।
গতকাল শনিবার রাজধানীর সামরিক জাদুঘরে বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ‘জ¦ালানি রূপান্তর একটি সময়সাপেক্ষ কাজ। এর অংশ হিসেবে আমরা নবায়নযোগ্য জ¦ালানি সম্প্রসারণে নানা নীতিমালা ও উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই কাজ চলমান। তাতে নবায়নযোগ্য জ¦ালানির লক্ষ্যমাত্রা কমল নাকি বাড়ল এর চেয়ে মুখ্য বিষয় হলো লক্ষ্যমাত্রা পূরণ করা। কারণ বিগত সময়ে বড় বড় লক্ষ্য নেওয়া হলেও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন হয়েছে খুবই সামান্য। সে কারণে একটি বাস্তবভিত্তিক নীতিমালা খুবই জরুরি।’
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এখনো যখন আমাদের বিভিন্ন শিল্পপতিরা বলেন, আমরা গ্যাস পাচ্ছি না, বিভিন্ন জায়গায়। আমার নিজের বাসাতেও তো সমস্যা আমি ফেইস করছি কিন্তু। আপনারাও অনেকের মিরপুরে যাদের বাসা আপনারা ফেইস করছেন। এখন মানুষ গ্যাস চায়। আপনি নবায়নযোগ্য চান। নবায়নযোগ্য জ্বালানির পথে উত্তরণে আমাদের যেটুকুন সময় লাগবে সেটুকুন সময় আমাদের দিতে হবে। সেটুকুন বিনিয়োগ আমাদের করতে হবে। এটা সরকারের প্রাধিকার হিসেবেই সরকারকে নিয়ে করতে হবে। কিন্তু রাতারাতি এই জাম্পটা করে ফেলা হয়তো সম্ভব হবে না। রাতারাতি না করে একটা লক্ষ্য ধরে সে মোতাবেক পরিকল্পনা ও ‘বাস্তবভিত্তিক পথনকশা’ তৈরির কথা বলেন তিনি।
এর উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, এখন আমরা নির্বাচনমুখী হয়ে গেছি। সত্যিকার অর্থে আমরা ভালোভাবে কাজ করার সময় পেয়েছি এক বছরের মতো। সেখানে আমরা নীতিতে যেটুকু পরিবর্তন প্রয়োজন আমাদের বিবেচনায় সঠিক মনে হয়েছে, অর্জনযোগ্য মনে হয়েছে আমরা সেটা করেছি।
রিজওয়ানা হাসান বলেন, এখন যখন সচিবালয়ে নতুন ভবনের কথা তুলি তখন সেখানে কথা হচ্ছে যে সেটাকে শতভাগ নবায়নযোগ্য করা যায় কি না। এগুলোর জন্য যে বিনিয়োগ লাগে সেটা আমাদের সহজলভ্য কি না। অনেক টাকা রেখে আমাদের জন্য আগের সরকার চলে যায়নি। এটাও একটু মনে রাখতে হবে। কিন্তু তারপরও এগুলোকে সীমাবদ্ধতা হিসেবে দেখছি না, অতিক্রম করার চেষ্টা করছি।
অনুষ্ঠানে সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (আইইপিএমপি) দ্রুত সংশোধন করে তাতে নবায়নযোগ্য বিদ্যুতের অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান বিশেষজ্ঞরা।
জ্বালানি সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়নবিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) আহ্বায়ক অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। আর অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডব্লিউজিইডির নির্বাহী সদস্য মনোয়ার মোস্তফা। অধ্যাপক কাজী মারুফুল আগামী নির্বাচনি প্রতিশ্রুতিতে যেন জ্বালানি রূপান্তরের বিষয়টি সবসময় থাকে সেই বিষয়ে জোর আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন