আন্তর্জাতিক চাপ বাড়ছে। অবশেষে দীর্ঘ ৫ মাস পর ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে অবরুদ্ধ গাজায়। রোববার সকালে রাফা সীমান্ত দিয়ে গাজার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সহায়তা বোঝাই ট্রাক প্রবেশ করে বলে নিশ্চিত করেছে মিসর।
এর আগে, বিমান থেকে ত্রাণ ফেলার দাবি করে ইসরায়েল। এ ছাড়া, সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তেল আবিব। এদিকে, শনিবারও গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে অন্তত ২৪ জনের।
ইসরায়েলি অস্ত্রের ভয়ে মাথা নত না করলেও ক্ষুধা নামক যন্ত্রণার কাছে হেরে যাচ্ছে গাজার ফিলিস্তিনিরা। গেল প্রায় ৫ মাস ধরে উপত্যকাটিতে কোনো সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল। এতে গাজায় ২০ লাখের বেশি মানুষ অর্ধাহার-অনাহারে থেকে মানবেতর জীবন পার করছে। মার্চ থেকে এ পর্যন্ত দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ভুগে ৮৫ শিশুসহ মৃত্যু হয়েছে শতাধিক ফিলিস্তিনির। এ ছাড়া, ত্রাণ আনতে গিয়ে প্রাণ দিয়েছে হাজারের বেশি মানুষ। এ অবস্থায় দিনের পর দিন না খেয়ে থাকা ফিলিস্তিনিরা এখন তীর্থের কাকের মতো অপেক্ষা করছে এক মুঠো খাবারের জন্য। এমন পরিস্থিতিতে গাজায় ত্রাণ পাঠাতে ইসরায়েলকে চাপ দিয়ে যাচ্ছে জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংগঠন।
ইউরোপের বেশ কয়েকটি দেশও গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। এ ছাড়া জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতও আকাশ থেকে গাজাবাসীর জন্য সহায়তা ফেলার কথা জানায়। অবশেষে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করেছে ইসরায়েল।
এ নিয়ে এক ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। যেখানে দেখা যায়, সহায়তা বোঝাই বড় বড় কার্টুন এয়ারক্রাফটে করে প্যারাসুটের মাধ্যমে গাজায় ফেলা হচ্ছে। অবশ্য এই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। আকাশপথে ত্রাণ ফেলার পাশাপাশি স্থলপথেও গাজায় সহায়তা বোঝাই ট্রাক ঢুকতে শুরু করেছে। রোববার সকালে রাফা সীমান্ত দিয়ে গাজার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সহায়তা বোঝাই ট্রাক প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে মিসর।
ফিলিস্তিনিদের সহায়তা পাঠানোর দাবি করলেও গাজায় দ্বিতীয় দফায় ত্রাণ নিতে যাওয়া ফ্রিডম ফ্রোটিলার হ্যান্ডালা জাহাজটি আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করেছে ইসরায়েল। সে সময় আটক করা হয় জাহাজে থাকা ২১ ক্রুকে। যাদের মধ্যে রয়েছেন সাংবাদিক, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য, মানবাধিকারকর্মী, পরিবেশবিদ, এনজিও কর্মী, আইনজীবীসহ অনেকে। তবে জাহাজের সব আরোহী নিরাপদে রয়েছেন বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। এ মাসেই ইতালি থেকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে রওনা হয়েছিল জাহাজটি। এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন ২ শতাধিক ব্রিটিশ এমপি।
ফিলিস্তিনের সার্বভৌমত্বের সমর্থনে ফ্রান্সের ঘোষণার পরই ব্রিটিশ এমপিদের এমন পদক্ষেপ। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে এই ইস্যুতে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গত মার্চের পর থেকে এ ধরনের অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৮১।
উত্তর গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ। জাতিসংঘ জানিয়েছে, এককালের জনবহুল এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লাখো মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে প্রতিদিন হাজার হাজার মানুষ জড়ো হয়। এর মধ্যে অনেকেই গুলি ও পদদলিত হয়ে মারা যাচ্ছে। জাতিসংঘ বলছে, এখন পর্যন্ত শুধু ত্রাণ সংগ্রহের চেষ্টায় প্রাণ হারিয়েছে অন্তত ১ হাজার ১২১ জন। শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউর প্রধান ফিলিপ লাজারিনি গার্ডিয়ানকে বলেন, ‘বিমান থেকে ত্রাণ ফেলা ব্যয়বহুল, বিপজ্জনক ও খুব একটা কার্যকর নয়। এটি মানুষের ক্ষুধা মেটায় না, বরং বিভ্রান্তি তৈরি করে এবং মৃত্যুঝুঁকি বাড়ায়।’ গাজায় ছড়িয়ে পড়া তীব্র খাদ্যসংকট নিয়ে কয়েক মাস ধরে চলা আন্তর্জাতিক চাপের পর ইসরায়েলি সেনাবাহিনী গাজার কিছু অংশে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য অভিযান বন্ধ ও নতুন ত্রাণ করিডর চালুর ঘোষণা জানিয়েছে। রোববার তারা বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটিতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখবে। ইসরায়েলি সেনাবাহিনীর দুইজন সদস্য নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধগোষ্ঠীর পাল্টা আক্রমণে এ ঘটনা ঘটেছে। শনিবার (২৬ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।
আপনার মতামত লিখুন :