পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের মধ্যবর্তী মহাসড়ক থেকে চলন্ত একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৯ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে পাঞ্জাবের চাকওয়াল জেলার বালকাসার চৌরাস্তার কাছে দুর্ঘটনাটি ঘটে। জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।
চাকওয়ালের জরুরি পরিষেবা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, ইসলামাবাদ থেকে লাহোর যাওয়ার পথে মহাসড়কের বালকাসার চৌরাস্তার কাছে বাসটির একটি চাকা ফেটে যায়, এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। পুলিশের বিবৃতি অনুযায়ী, ৮ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান গুরুতর আহত আরেক যাত্রী। আহত আরও ২১ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চাকওয়াল জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডা. মুক্তার সারওয়ার নিয়াজি জানিয়েছেন, তাদের হাসপাতালে আনা ১২ আহতের মধ্যে চারজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের রাওয়ালিপিন্ডির হাসপাতালে পাঠানো হয়েছে।
জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন শিশু, তাদের একজনের বয়স মাত্র ৮ মাস, আরেকজনের এক বছর ও অপরজনের ২ বছর। নিহতদের মধ্যে জ্যেষ্ঠজনের বয়স ৪৫ বছর। আহতদের সবার বয়স ১৪ থেকে ৫৫ বছরের মধ্যে। পাকিস্তানে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। চলতি মাসের ১৩ জুলাই একই মহাসড়কের চাকরি চৌরাস্তার কাছে দুর্ঘটনায় পড়া আরেক বাসের ছয় যাত্রী নিহত ও আরও ২৭ জন আহত হয়েছিল।
আপনার মতামত লিখুন :