ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

ইউক্রেনের ২৫১ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১২:৪৩ এএম

ইউক্রেনের ২৫১টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার (৬ অক্টোবর) এই ড্রোনগুলোর বেশিরভাগ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুলি করে নামানো হয়েছে। এর মধ্যে ৬১টি কৃষ্ণসাগরের আকাশে এবং একটি মস্কোর দিকে যাচ্ছিল।টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানানো হয়নি। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মন্ত্রণালয় শুধু ধ্বংস করা ড্রোনের সংখ্যাই জানিয়েছে, কিন্তু ইউক্রেন কতগুলো ড্রোন নিক্ষেপ করেছিল সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।অন্যদিকে, ইউক্রেনীয় টেলিগ্রাম চ্যানেলগুলো জানিয়েছে, কৃষ্ণসাগরের তীরে ক্রিমিয়ার ফেওদোসিয়া এলাকায় একটি তেল ডিপোতে হামলার পর ভয়াবহ অগ্নিকা- ঘটেছে। আরবিকে-ইউক্রেন নামের একটি চ্যানেল দাবি করেছে, হামলার পর ডিপোর একটি জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়।তবে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে ফেওদোসিয়ার ঘটনাটি যাচাই করতে পারেনি।