ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

আইসিসি নারী বিশ্বকাপ

পাকিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ১১:৪৫ পিএম

আইসিসি নারী ওয়ানডে বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ^কাপে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশের মেয়েরা। গতকাল শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান নারী দল। জবাবে ৩১.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা (১৩১/৩)। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৭ অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে।

কম রানের লক্ষ্য পেলেও ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। চতুর্থ ওভারেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। ডায়না বেগের বলে ২ রান করে আউট হন ওপেনার ফারজানা হক। প্রথম পাওয়ার প্লের পর আউট হয়ে যান শারমিন আক্তারও। ৩৫ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রাবেয়া হায়দার ঝিলিক। এ দুজনের ব্যাটিং-নৈপুণ্যে জয়ের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৪ বলে ২৩ রান করে আউট হন জ্যোতি। এরপর বাংলাদেশের হয়ে অভিষেক ওয়ানডে খেলতে নেমে ফিফটির ইনিংস খেলেন ঝিলিক। ৭৭ বলে অপরাজিত ৫৪ রান করেন নবীন এই ওপেনার। ২৪ রানে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি।

এর আগে বোলিংয়ে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন পেসার মারুফা আক্তার। প্রথম ওভারেই তিনি নেন ২ উইকেট। শেষ পর্যন্ত প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়ার ধারাবাহিকতা ধরে রাখেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন স্বর্ণা আক্তার। গত মঙ্গলবার ভারতের মাটিতে পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ^কাপের। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে টস জিতে শুরুতে ব্যাটিং নেয় পাকিস্তান। নতুন বলে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন পেসার মারুফা। তার সুইং আর গতিতে ভড়কে যান পাকিস্তানের ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করেন। পরের বলেই ফর্মে থাকা সিধরা আমিনের স্টাম্প ভাঙেন এই পেসার। দুই ব্যাটারই রান না করে সাজঘওে ফেরেন। দলীয় ২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। তাদের ৪২ রানের জুটি ভাঙে মুনিবা ৩৫ বলে ১৭ রান করে ফিরলে। তাকে ফেরান স্পিনার নাহিদা আক্তার।

এই বাঁহাতি স্পিনারকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ২৩ রান করেন শামিম। ২০ বলে ১৫ রান করা সিদরা নাওয়াজকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাবেয়া। তাতে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৭। ২৬ রানের জুটি গড়ে দলের সংগ্রহ শতরানের দিকে নেন আলিয়া রিয়াজ ও ফাতিমা সানা। আলিয়াকে (১৩) নিশি এবং সানাকে (২২) ফাহিমা আউট করলে ১০০ রানেই ৭ উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের ৩৩তম ওভারে প্রথম বল করেন অলরাউন্ডার স্বর্ণা আক্তার। নিজের প্রথম দুই ওভারে কোনো রান না দিয়ে ২ উইকেট নেন স্বর্ণা। তার করা তৃতীয় ওভারটিও ছিল মেডেন। পাকিস্তানের শেষটাও টানেন স্বর্ণা। তার করা তৃতীয় ওভারের প্রথম দুই বলে ৫ রান নেন পাকিস্তানের ব্যাটাররা। তৃতীয় বলে সাদিয়া ইকবালের উড়িয়ে মারা বল ধরেন ফারজানা হক।

৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন স্বর্ণা। নাহিদা ও মারুফা দুটি করে উইকেট নেন। অন্যদিকে, জান্নাতুল ফেরদৌস সুমনার জায়গায় বিশ্বকাপ দলে নিশিতা আক্তারের জায়গা পাওয়া নিয়ে আলোচনা হয়েছে অনেক। সেসব ছাপিয়ে প্রথম ম্যাচেই মাঠে নেমেছেন তরুণ অফ স্পিনার। আর গড়েছেন অন্যরকম এক রেকর্ড। মাত্র ১৭ বছর ১০৫ দিন বয়সে বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে গেছেন নিশিতা।