সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১২:৪৫ এএম

বললেন সালাহউদ্দিন আহমদ

বিএনপিকে গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১২:৪৫ এএম

বিএনপিকে গণঅভ্যুত্থানের  বিপরীতে দাঁড় করানোর  অপচেষ্টা সফল হবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের ‘বিপরীতে দাঁড় করানোর’ অপচেষ্টা সফল হবে না। কোনো একটি রাজনৈতিক দল নয়, সব রাজনৈতিক দল, যারা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অবদান রেখেছে, অবিরাম সংগ্রাম করেছে, তাদের সকলের অবদানের পরিপ্রেক্ষিতেই সংগঠিত হয়েছে ছাত্র-গণঅভ্যুত্থান-২০২৪। মাত্র ৩৬ দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে, সেটা সঠিক নয়।

গতকাল রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই নেতা। এ সময় তিনি বলেন, ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত, তবে আমার বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে।

গণঅভ্যুত্থানকে ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফসল দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যেকোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসনের দাবিতে গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়ে জুলাই যোদ্ধারা বিক্ষোভ দেখান। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ মঞ্চে এসে তাদের দাবি পূরণে জুলাই সনদে সংশোধনী আনার ঘোষণা দেন। ওই প্রতিশ্রুতির পরও ‘জুলাই যোদ্ধারা’ সেখান থেকে না সরলে পুলিশ ধাওয়া দিয়ে ও লাঠিপেটা করে সেখান থেকে তাদের সরায়।

পরেরদিন শনিবার রাজধানীর শেরেবাংলানগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গ টানেন বিএনপি নেতা সালাহউদ্দিন। তিনি বলেন, যেসব বিশৃঙ্খলা হয়েছে, আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে, এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছুসংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী হিসেবে মন্তব্য করায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাইতে বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এই পরিপ্রেক্ষিতে গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানে এই পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান বেরিয়েছে ৪২২ জন, আমরা ছবিসহকারে আমাদের নেতাকর্মীদের তালিকা প্রকাশ করেছি, এ সংখ্যা আরও বেশি হবে, যারা জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানে নিজেদের প্রাণ বিসর্জন করেছেন, শহিদ হয়েছেন। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির যে ভূমিকা, যে সংগ্রাম, যে ত্যাগ করেছে, সেই রক্তের সিঁড়ি বেয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, মন্তব্য করেন সালাহউদ্দিন।

এনসিপি নেতা নাহিদের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন, আমি এটাকে স্বাগত জানাই। এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত, গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত, যথেষ্ট সম্মানের সাথেই তারা কথাগুলো বলেছেন। আসলে বয়সের কারণে অনেকেই আবেগে হয়তো অনেক কথা বলেছেন। আমি সেটা নিয়ে সমালোচনা করতে চাই না।

জুলাই অভ্যুত্থানে জড়িত সবার আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, তাদের সামান্য কিছু ভুল-ত্রুটি থাকতেই পারে, সেটা রাজনীতিতে যেহেতু অনেক দিনের আমাদের অভিজ্ঞতা, আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি এবং আশা করি তারা এসব ভুলভ্রান্তি থেকে মুক্ত হবে ভবিষ্যতে।

রূপালী বাংলাদেশ

Link copied!