সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের স্বনামধন্য সাবেক সহকারী প্রধান শিক্ষক আবদুর রহমান আর নেই। গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিক্ষক আবদুর রহমান ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ বার্ধ্যকজনিত নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন। শিগগিরই মরহুমের মরদেহ দেশে আনা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। শিক্ষক আবদুর রহমান আমেরিকায় বড় মেয়ের বাসায় থাকতেন।
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সর্বজনপ্রিয় ইংরেজি শিক্ষক আবদুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমাবেদনা জানিয়েছেন।

