সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৪৭ পিএম

বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজা ঘিরে নাশকতার শঙ্কা নেই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৪৭ পিএম

দুর্গাপূজা ঘিরে নাশকতার শঙ্কা নেই

  • ঝুঁকিপূর্ণ ৭০৫৪ পূজামন্ডপ, গুরুত্বপূর্ণ ১০৯৭২টি : আনসার ডিজি
  • ঢাকায় ঝুঁকিপূর্ণ ৮৯টি মন্ডপ, থাকবে ৪ স্তরের নিরাপত্তা : ডিএমপি
  • মোতায়েন রয়েছে ২ লাখ আনসার, ৭১ হাজার পুলিশ

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দেশের প্রায় ৩২ হাজার মন্ডপে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতি বছরই এই উৎসব ঘিরে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়। এবারও পূজা শুরু হওয়ার আগ মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় সেই শঙ্কা আরও বাড়ে। এরই ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকি বিবেচনায় ৩ ক্যাটাগড়িতে ভাগ করা হয়েছে ম-পগুলোকে। আইনশৃঙ্খলা বাহিনীর এই তালিকা অনুযায়ী সারা দেশে ৭ হাজার ৫৪টি পূজামন্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১০ হাজার ৯৭২টি এবং সাধারণ ক্যাটাগরিতে রয়েছে ১৩ হাজার ৫৫০টি। এই তালিকা অনুযায়ী রাজধানী ঢাকায় ঝুঁকিপূর্ণ পূজাম-পের সংখ্যা ৮৯। আইনশৃঙ্খলা বাহিনীগুলো জানিয়েছে, ঝুঁকি বিবেচনায় নিয়ে সব পূজাম-পে পর্যাপ্তসংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। 

এর মধ্যে প্রায় এক লাখ সেনাসদস্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ২ লাখ, পুলিশের ৭১ হাজার ৬৬ জন, ৮৩০ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২৮১টি টহল দল। আর ঢাকার ম-পগুলোতে ৪ স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যদিও এবারের দুর্গাপূজা ঘিরে নাশকতার কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এবারের পূজায় মোট ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মন্ডপগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটর করা হচ্ছে, গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অনেক জায়গায় গুজব ছড়ানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। এ ছাড়া ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার রোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি কাজ করছে না। এবার পূজামন্ডপ সংখ্যা যে রকম বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যাও সেভাবে বাড়ানো হয়েছে।

গতকাল রোববার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী এবার ৭ হাজার ৫৪টি পূজামন্ডপেকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১০ হাজার ৯৭২টি পূজামন্ডপেকে। এই বিষয়টি বিবেচনা করেই আমরা দুই লাখ আনসার ভিডিপি সদস্য মোতায়েন করেছি। ঝুঁকিপূর্ণ মন্ডপে ৮ জন আনসার সদস্য এবং গুরুত্বপূর্ণ মন্ডপে ৬ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন, এবার সম্পূর্ণ ডিজিটালি বিশেষভাবে প্রশিক্ষিত আনসার সদস্যদের মন্ডপগুলোতে মোতায়েন করা হয়েছে। যারা পরিস্থিতি বুঝে কী ধরনের পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে প্রশিক্ষিত। আগে অপ্রশিক্ষিত আনসার মোতায়েন হওয়ায় পরিস্থিতি সামাল দিতে সমস্যায় পড়তে হতো। এখন সব আনসার সদস্যদের ডাটাবেইজ তৈরি হওয়ায় ওই সংকট আর দেখা দিবে না বলেও জানান আনসার ডিজি।

এদিকে গতকাল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সারা দেশে প্রায় ৩২ হাজার মন্ডপে পূজার আয়োজন হয়েছে। দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে সারা দেশে সব মন্ডপে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। চলতি মাসের শুরু থেকে অল্প কয়েকটি স্থানে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এসব ঘটনা প্রশমিত বা প্রতিকার করা হচ্ছে।

ঢাকায় ৮৯ পূজাম-প অধিক ঝুঁকিপূর্ণ :

গতকাল বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, ঢাকা শহরে এবার ২৫৪ ম-পে দুর্গাপূজা হবে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ মন্ডপ ৮৯টি। আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কেউ দুষ্টুমি করার সুযোগ পাবে না। দুষ্টুমি করলে আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করব এবং তাদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, পূজা উদযাপন পরিষদের সঙ্গে পরামর্শ করে পূজামন্ডপে ৪ স্তরে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। মন্ডপগুলোর শ্রেণি মোতাবেক প্রত্যেকটি মন্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে সর্বনি¤œ ১১ জন থেকে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন আছে। নিজ নিজ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে প্রায় ২ হাজার ২০০ পুলিশ মোতায়েন থাকবে। সংশ্লিষ্ট পরিচালনা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে মন্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করবে। 

মন্ডপগুলোতে ভক্তদের যাতায়াত নির্বিঘœ ও যানজট নিয়ন্ত্রণের জন্য পৃথক ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিসর্জন শোভাযাত্রা নির্বিঘœ করতে অতিরিক্ত আরও ২ হাজার ৪০০ ফোর্স মোতায়েন থাকবে। ডিএমপি কমিশনার বলেন, দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে। যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সোয়াত, এক্সক্লুসিভ রিকভারি ও বোম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ডবাই থাকবে। প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে মন্ডপের আশপাশে পুলিশের নজরদারি থাকবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!