ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, ‘এই শ্রেণির লোকদের প্রত্যাখ্যান করে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে।’
গতকাল মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে ৯টায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুদক চেয়ারম্যান বলেন, ‘আসন্ন নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে ভোটারদের সঠিক লোককে নির্বাচিত করতে হবে। ভোটাররা দুর্নীতিবাজ-চাঁদাবাজদের প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। তবে জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে পরিবর্তন সম্ভব।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে আবদুল মোমেন বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে। এ অবস্থা থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন। কিন্তু দুর্নীতিবিরোধীদের মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব না। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন ভূমিকার বিকল্প নেই এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।’
২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে জাতিসংঘ। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনে (আনকাক) স্বাক্ষর করা বাংলাদেশসহ বিশে^র ১৯১টি দেশ একযোগে দিবসটি উদযাপন করে থাকে। এবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের প্রতিপাদ্য হলো, ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা।’ দিবসটি উপলক্ষে দুদক দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

