ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

হল ফি কমানোর দাবি

বুয়েট উপাচার্যের কার্যালয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীদের তালা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০১:২০ এএম

অযৌক্তিক হল ফি কমানোর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভকালে তারা বিশ্ববিদ্যালয়টির ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের কার্যালয়ে তালা দেন।

গতকাল মঙ্গলবার দুপুরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বুয়েটে অন্যান্য প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কয়েকগুণ বেশি হল ফি আদায় করা হচ্ছে। তাদের দাবি অনুযায়ী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) তুলনায় বুয়েটে বার্ষিক হল ফি অস্বাভাবিকভাবে বেশি।

শিক্ষার্থীরা জানান, চুয়েটে সর্বোচ্চ বার্ষিক হল ফি নেওয়া হয় সাড়ে ৭ হাজার টাকা, অথচ বুয়েটে নেওয়া হচ্ছে ২০ হাজার টাকা। পাশাপাশি বার্ষিক অনাবাসিক হল ফি হিসেবে আদায় করা হচ্ছে সাড়ে ৮ হাজার টাকা। এর সঙ্গে মাসিক ডাইনিং ফি, বার্ষিক এটাচড হল ফি এবং বাধ্যতামূলক মাসিক ডাইনিং জরিমানার অর্থও নেওয়া হচ্ছে। যেখানে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ডাইনিং জরিমানার কোনো ব্যবস্থা নেই বলেও দাবি তাদের।

শিক্ষার্থীদের অভিযোগ, এই অতিরিক্ত আর্থিক চাপ সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। তারা দ্রুত এই অযৌক্তিক ফি পুনর্বিবেচনা ও কমানোর দাবি জানান।