তারা শুধু অ্যাকটিভ ইনকামে আটকে থাকে। তারা আর্থিক শিক্ষায় আগ্রহী নয়। তারা বিনিয়োগে ভয় পায়। তারা ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করে না।
তবে আপনি চাইলে এই চক্র থেকে বেরিয়ে আসতে পারেন।
আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি শুধু পরিশ্রম করে নয়, বুদ্ধি খাটিয়ে ও পরিকল্পনা করে আয় করবেন।
‘আপনি যদি প্যাসিভ ইনকাম ও ইনভেস্টমেন্ট না শেখেন, তাহলে সারা জীবন এমন কারো জন্য কাজ করবেন, যে সেটা শিখেছে।’
এখনই পরিকল্পনা শুরু করুন।
আপনার আয়ের উৎস বাড়ান, অর্থ ব্যবস্থাপনায় সচেতন হোন এবং ধীরে ধীরে অ্যাকটিভ → প্যাসিভ → পোর্টফোলিও ইনকামের দিকে এগিয়ে যান।
তাহলেই আপনি সেই ২০ শতাংশ সফল মানুষের কাতারে চলে যাবেন, যারা ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে, আর্থিক স্বাধীনতা অর্জন করে।
আপনার মতামত লিখুন :