বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মো. মকবুল হোসেন মারা যান। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন নায়িকার বাবা। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বাবাকে হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে মিষ্টি জান্নাত দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘বাবা-মায়ের আমি একমাত্র সন্তান। বাবা আমাকে ভীষণ আদর করতেন। তিনি আমার বন্ধুর মতো ছিলেন। দেশ-বিদেশে কাটানো আমাদের অসংখ্য স্মৃতি জমে আছে। অনেক দিন ধরেই বাবার শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। যে কারণে আমি ঠিকমতো কাজে মন দিতে পারিনি। ব্যস্ততা থাকা সত্ত্বেও কয়েক দিন আগে বাবার জন্য দেশে ফিরেছি। তাকে হারিয়ে একা হয়ে গেলাম। সবাই বাবার জন্য দোয়া করবেন।’
মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। বেশ কয়েক মাস ধরে দেশ-বিদেশ করে কাটছে তার সময়। সম্প্রতি দেশে ফিরেন তিনি। সর্বশেষ অংশ নিয়েছিলেন একটি ফটোশুটে।
মুক্তির অপেক্ষায় আছে তার ‘সাইকে’ শিরোনামের নতুন একটি ওয়েব ফিল্ম। সম্প্রতি এর কাজ শেষ হয়েছে। এটি নির্মাণ করেছেন নির্মাতা মাহফুজ রহমান রাজ।
অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত
একজন দন্ত চিকিৎসক।