সংগীতাঙ্গনের পরিচিত মুখ, কণ্ঠশিল্পী দিলরুবা কামাল আসছেন নতুন এক নজরুলগীতির অ্যালবাম নিয়ে। ১ আগস্ট মুক্তি পাচ্ছে তিনটি গান নিয়ে তৈরি তার নতুন অ্যালবাম, যেখানে রয়েছে ‘পরদেশি মেঘ’, ‘কেউ ভোলে না’ ও ‘রিমঝিম’ শিরোনামের গান।
গানগুলোর সংগীতায়োজন করেছেন দক্ষ সংগীত পরিচালক সজীব দাশ। পুরো অ্যালবামটি একযোগে মুক্তি পাবে সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল, স্পটিফাই, অ্যামাজান মিউজিক, ডিজার, ইউটিউব মিউজিকসহ বিশ্বব্যাপী শীর্ষ মিউজিক প্ল্যাটফর্মে।
দিলরুবা কামাল এর আগে লেজার ভিশনের ‘বকুলচাঁপা’ ও ‘জিততে চাইনি’ অ্যালবামে কণ্ঠ দিয়ে প্রশংসিত হয়েছেন। আর তার প্লেব্যাক ক্যারিয়ারের সূচনা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রূপঙ্কর বাগচির সঙ্গে ‘খোলা ফ্রেমে’ গানটির মাধ্যমে, ওয়ালিদ আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘মেঘের কপাট’-এ।জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী গানের হাতেখড়ি পেয়েছেন বাবা ওস্তাদ কামাল উদ্দিনের কাছে।
ছোটবেলা থেকেই গানের সঙ্গে মিশে থাকা দিলরুবা বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী এবং টিভি-বেতারে নিয়মিত সংগীত পরিবেশন করেন। নজরুল সংগীত, আধুনিক ও লোকগানে তার স্বাচ্ছন্দ্য দারুণভাবে উপভোগ করেন শ্রোতারা।