শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মো. এরশাদ হাসান। সম্প্রতি তিনি টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা পেয়েছেন।
শিল্পানুরাগীদের কাছে মো. এরশাদ হাসান স্বতন্ত্রভাবে পরিচিত এবং আদৃত তিনি নাট্যাভিনেতা, প্রশিক্ষক, সংগঠক হিসেবে। তার মঞ্চাভিনয়ের শুরু হয় জাতীয় অধ্যাপক কবির চৌধুরী পরিচালিত থিয়েটার স্কুলের বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স সফলভাবে সম্পন্ন করে। নাট্যপ্রযোজনার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নাট্যাঙ্গনে ব্যাপক পরিচিতি পান এরশাদ হাসান।
গত দুই দশক বিশ্ব বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার পরিচালিত থিয়েটার নাট্যদলের সদস্য ও নাট্যকর্মী হিসেবে একের পর এক নাটকের চরিত্র থেকে চরিত্রে বিচিত্র অভিনয় ও সাংগঠনিক দায়িত্বের এক দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তিনি।
তিনি যেমন একাধারে বেতার ও টিভিতে উত্তীর্ণ তালিকাভুক্ত অভিনয় শিল্পী, আবার তেমনি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত টিভি নাটকের নিয়মিত অভিনয় শিল্পী।
মো. এরশাদ হাসান তার অনুভূতি প্রসঙ্গে বলেন, ‘একজন অভিনেতার জন্য পুরস্কার প্রাপ্তি এক অর্থে তার সামগ্রিক কর্মের স্বীকৃতি। থিয়েটার কর্মী হিসেবে এই স্বীকৃতি আনন্দের এবং আগামীতে আরও বেশি মঞ্চাভিনয় করবার তাড়না, প্রেরণা ও অভিনয়ের প্রতি দায়বদ্ধতাও বৃদ্ধি পায়।’
এই আয়োজনে আরও সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র খল অভিনেতা শিবা শানু, অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, মো. আশরাফুল হক ডন, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক-অভিনেতা রাশেদ মামুন অপু, গীতিকার ও সুরকার ইথুন বাবু, কণ্ঠশিল্পী মৌসুমী চৌধুরী, অভিনেতা চঞ্চল খান, অভিনেতা সাঈদ হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :