শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১২:২০ পিএম

বন্ধু দিবসে কাজী শুভ ও মোহাম্মদ মিলনের গান ‍‍`বন্ধু‍‍`

রঙের মানুষ প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১২:২০ পিএম

বন্ধু দিবসে কাজী শুভ ও মোহাম্মদ মিলনের গান ‍‍`বন্ধু‍‍`

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী কাজী শুভ ও মোহাম্মদ মিলন। দীর্ঘদিন ধরে তারা নিজেদের কন্ঠের জাদুতে মাতিয়ে রেখেছেন বহু ভক্তের মন। তাদের কণ্ঠে রয়েছে আবেগ ও মাধুর্যতা; যা সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে দোলা দিয়ে যায়। এবার শ্রোতাপ্রিয় এই দুই গায়ক একসঙ্গে কণ্ঠ মেলালেন একটি গানে, গানটির শিরোনাম ‘বন্ধু’। বন্ধুত্বের গভীর অনুভব নিয়ে তৈরি হয়েছে গানটি। বন্ধু দিবস উপলক্ষে গাওয়া এই গানটি আজ প্রকাশিত হচ্ছে। গানটি শোনা যাবে কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বন্ধুত্বের মধুর সম্পর্ককে কেন্দ্র করে তৈরি এই গানটির কথা লিখেছেন গীতিকার আরিফ হোসেন বাবু। সুর করেছেন কাজী শুভ নিজেই, আর সঙ্গীতায়োজন করেছেন আহমেদ সজীব। গানটির ভিডিও পরিচালনা করেছেন এস এম কারিম।


নতুন এই গান নিয়ে কাজী শুভ বলেন, ‘বন্ধুত্ব জীবনের অন্যতম বড় আশীর্বাদ। বন্ধুদের জন্য কিছু করতে পারা সবসময়ই আনন্দের। প্রতিটি মানুষের জীবনে বন্ধুর একটা বিশেষ জায়গা থাকে। সেই জায়গাটাকে ছুঁয়ে দিতেই এই গান। আমরা চেয়েছি- বন্ধু দিবসে সবাই যেন একসাথে গাইতে পারে, হাসতে পারে, আনন্দ করতে পারে। ‘বন্ধু’ গানটা ঠিক সেই উদ্দেশ্যেই বানানো। আশা করি গানটি সবাইকে ছুঁয়ে যাবে।'


গানটির আরেক গায়ক মিলন বলেন, ‘প্রেমের গান তো অনেক হলো, এবার আমরা এমন কিছু বানাতে চেয়েছি, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে; বিশেষ করে তাদের, যাদের জীবনজুড়ে আছে বন্ধুত্বের গভীর গল্প। শুভ ভাইয়ের সঙ্গে কাজ করাটা সবসময়ই দারুণ অভিজ্ঞতা। আমাদের এখানে বন্ধুদের নিয়ে খুব কম গান হয়। তাই শুভ ভাই যখন আমাকে জানালেন বন্ধু নিয়ে গান করতে চান তিনি, যেখানে আমাকেও গাইতে হবে; আমি রাজি হয়ে যাই। প্রথমবার শুনেই গানটি আমার বেশ ভালো লেগেছিলো। ফাইনালি গানটি চলে এসেছে।'


দুই শিল্পীই জানিয়েছেন, গানটি নিয়ে তারা বেশ আশাবাদী। তাদের মতে, এই গানটি শুধুমাত্র বন্ধু দিবসকে কেন্দ্র করেই নয়, বছরের যেকোনো সময়েই বন্ধুত্ব উদযাপনের গান হয়ে উঠবে। কারণ বন্ধুত্ব তো কেবল এক দিনের ব্যাপার নয়। এটি জীবনের এক অনন্য সম্পর্ক। একসঙ্গে গাইতে পেরে তারা নিজেরা যেমন আনন্দিত। তেমনি একই গানে দুজন প্রিয় শিল্পীকে পেয়ে তাদের ভক্তরাও পেয়েছেন নতুন চমক।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!