টেলিভিশনের পর ওটিটি, সেখান থেকে বড় পর্দাÑ তাসনিয়া ফারিণ এখন পরিচিত মুখ। ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ কিংবা ‘কাছের মানুষ দূরে থুইয়া’-এর মতো ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্ম দিয়ে নজর কেড়েছেন তিনি। এই অভিনেত্রী গত বছর কলকাতার সিনে ইন্ডাস্ট্রি টালিউডে অভিষেক করেন ‘আরও এক পৃথিবী’ দিয়ে। আর ঢালিউডে অভিষেক হয় ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে।
একসময় ছোট পর্দায় নিয়মিত কাজ করলেও এখন বেছে বেছে কাজ করছেন এই অভিনেত্রী। ফারিণ এবার প্রযোজনার দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন। গত শনিবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ফারিণ জানান, তিনি শিগগিরই একটি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছেন। অনুসারীদের উদ্দেশে জানতে চান, প্রতিষ্ঠানটির নাম কী হওয়া উচিত। মন্তব্যের ঘরে ভক্তরা নানা প্রস্তাব দিতে শুরু করেন।
ফারিণ বলেন, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। তাই এই প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনা করেছিÑ যেখানে আমার ভাবনাগুলো পর্দায় তুলে ধরতে পারব।’ নতুন প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা আসছে শিগগিরই। ফারিণ জানিয়েছেন, এ বছরের শেষ দিকে তার গাওয়া একটি গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়েই প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হবে। এটি তার গায়িকা হিসেবেও দ্বিতীয় কাজ। এর আগে ইত্যাদিতে প্রচারিত ‘রঙে রঙে রঙিন হব’ গান দিয়ে সাড়া পেয়েছিলেন তিনি। কবির বকুলের লেখা, ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে তৈরি সেই গানটি দর্শক-শ্রোতার কাছে বেশ জনপ্রিয় হয়েছিল। নতুন গানটির সুর ও সংগীতও করেছেন ইমরান মাহমুদুল। ফারিণের সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। ইতোমধ্যে শেষ হয়েছে মিউজিক ভিডিওর কাজ। তবে এখনই গানটির শিরোনাম বা ভিডিও পরিচালকের নাম প্রকাশ করতে চান না ফারিণ। শুধু জানালেন, ‘গানটা নিয়ে আমি খুব আশাবাদী। আগের মতো এটাও দর্শক-শ্রোতারা পছন্দ করবেন।’
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক বা সিনেমা করার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ফারিণ বলেন, ‘এখনই কিছু চূড়ান্ত নয়। মিউজিক ভিডিও দিয়ে শুরু করছি। এরপর ধীরে ধীরে নতুন পরিকল্পনা করব। তবে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’ অভিনয়ে আপাতত একটু বিরতি চলছে তার। সর্বশেষ মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো কাজের ঘোষণা দেননি। ফারিণ বলেন, ‘আমি সবসময় মানসম্মত কাজ করতে চাই। তাই বেছে বেছে করছি। কাজ হয়তো কম হচ্ছে, কিন্তু দর্শকদের শিগগিরই নতুন খবর দিতে পারব।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন