মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন এমইডিপির ‘পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিমের আওতায় টাঙ্গাইলের মধুপুরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ হয়েছে। ২০২২ থেকে ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ হয়।
গতকাল শনিবার দুপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে।
অনুষ্ঠানে ৪০ জন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসা প্রধান, সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।