কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’ প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডেইলি সুনামগঞ্জ ডটকমের উদ্যোগে ও সুনামগঞ্জের কৃতিসন্তান আমেরিকা প্রবাসী কবি সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকুর পৃষ্ঠপোষকতায় সুনামগঞ্জ শহরের শহিদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদত রওনক বখতের সঞ্চালনায় নারীনেত্রী সাবিনা চৌধুরীর সঞ্চালনায় প্রথম কাব্যগ্রন্থ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. ননী ভূষণ তালুকদার, পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক শেরগুল আহমদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বিশ^ম্ভর ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান, জসিম বুক হাউসের প্রকাশক মো. জসিম উদ্দিন ও বিশিষ্ট লেখক ও কবি পপি ভৌমিক প্রমুখ।
আপনার মতামত লিখুন :