সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:২৮ এএম

জোয়ারে ডুবেছে মেঘনার উপকূল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:২৮ এএম

জোয়ারে ডুবেছে  মেঘনার উপকূল লক্ষাধিক মানুষের দুর্ভোগ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও অমাবস্যার প্রভাবে মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ার দেখা দিয়েছে। এতে নদীতে বেড়েছে জোয়ারের পানি। এর প্রভাবে লক্ষ্মীপুর জেলার মেঘনা নদী তীরবর্তী কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। 

গত শনিবার দুপুরের পর থেকে নদীতে পানির উচ্চতা বাড়তে শুরু করে। ফলে নদীর তীরবর্তী গ্রামগুলো জোয়ারের পানিতে ডুবে গেছে। বসতবাড়ি ও সড়কে পানি উঠে গেছে। কারো কারো ঘরের ভেতরেও পানি ঢুকেছে। স্থানীয়রা জানিয়েছেন, গত তিন দিন ধরে এ অবস্থা চলছে। 

কমলনগরে মধ্য ও পশ্চিম চরমার্টিন গ্রামে সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানি হু হু করে লোকালয়ে ঢুকছে। নিচু এলাকাগুলো তলিয়ে যাচ্ছে। অনেকের মাছের ঘের ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

তোরাবগঞ্জ এলাকার কামাল হোসেন জানান, জোয়ারের পানিতে তারা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঘরে পানি ওঠায় চুলা জ্বলছে না। গবাদিপশুগুলো নিয়ে বিপাকে পড়েছেন। মাঠে থাকা আমনের বীজতলা নষ্ট হচ্ছে। 
স্থানীয়দের অভিযোগ, সরকার মেঘনা নদীর তীররক্ষা বাঁধ নির্মাণের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকার বরাদ্দ দেয়। চলতি বছর কাজের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর কয়েক কিলোমিটার বাঁধের কাজ এখনো ধরা হয়নি। পুরো কাজ ধীরগতিতে চলছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, আগে মানুষ এত পানি দেখেনি। নদীর তীর রক্ষা বাঁধের কাজ পেয়ে ধীরগতিতে কাজ করা ঠিকাদারদের ৮টি কাজ বাতিল করা হয়েছে। নতুন করে এসব কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। এরই মধ্যে বাঁধের ৪০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!