জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে যশোরের চৌগাছায় জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে শহরের প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মসলে উদ্দিন ফরিদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, সাবেক উপজেলা আমির হাফেজ আমিন উদ্দিন, ইসলামী আন্দোলনের উপজেলা আমির মুফতি আনিছুর রহমান, সেক্রেটারি মুফতি শিহাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :