ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:৩৯ এএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাগখোলা এলাকা থেকে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মো. নিশাদ (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।
গত সোমবার রাত ১টা ১৫ মিনিটে র‌্যাব-১২-এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. নিশাদ শিবগঞ্জ উপজেলার হাটখোলা গ্রামের মো. ফজলুল হকের ছেলে।


র‌্যাব সূত্রে জানা যায়, ২০২১ সালে ভিকটিম (১৭) বয়সের এক নাবালিকা ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মো. নিশাদ। সম্পর্কের আড়ালে ভিকটিমকে প্রলোভন দেখিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে সম্পর্ক ছিন্ন করলে, নিশাদ ক্ষিপ্ত হয়ে গোপনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে ভিকটিম ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে ভিকটিমের মা মোছা. মাহফুজা রহমান বুবলি বাদী হয়ে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।