ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

সম্মাননা ক্রেস্ট প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:৩৮ এএম

সাতক্ষীরায় জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রমুখ। এ সময় শহিদ পরিবারের ৪ জন সদস্য ও জীবিত ৯৭ জন মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।