ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

এলাকাবাসীর মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৭:৫০ এএম

পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জামলা আবাসন থেকে ডাকাতিয়া খাল পর্যন্ত তালুকদার বাজার মাটির সড়কটি পাকাকরণের দাবি নিয়ে এলাকাবাসী ও পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষ মানববন্ধন করেছে।

গত শনিবার বিকেলে সাড়ে পাঁচটায় তালুকদার বাজার সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন দক্ষিণ সালামপুর মঈনুল উলুম কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা ইউসুফ আলী খান।

এ সময় এলাকার বিভিন্ন প্রতিনিধি বক্তব্য রাখেন- জামলা নিবাসী মো. আমিনুল ইসলাম শাহিন খান, উত্তর শ্রীরামপুরের মো. জাকির হোসেন হাওলাদার, জামলার মো. গোলাম কিবরিয়া, সাংবাদিক প্রকৌশলী কামাল হোসেন, তালুকদার বাজার ব্যবসায়ী জাহিদুল ইসলাম, ৫নং ওয়ার্ডের খন্দকার মিজানুর রহমান, দক্ষিণ শ্রীরামপুরের মনিরুল ইসলাম শুক্কুর, সোহাগ খান, রবিউল ইসলাম আব্বাস, পার্শ্ববর্তী মৌকরন ইউনিয়নের খলিলুর রহমান, মুরাদিয়া ইউনিয়নের লিটন ভূঁইয়া প্রমুখ।