ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তাহের (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ঘারুয়া গ্রামের মহসীন মাতুব্বরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে শিশুটি বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। শিশুটিকে দীর্ঘক্ষণ না দেখে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুরে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘারুয়া ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, অন্যান্য শিশুদের সাথে খেলার সময় তাহের বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সকাল আনুমানিক ৯টার দিকে তার নিথরদেহ ভেসে ওঠে।