ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সোনার বারসহ  গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৯:৩৯ এএম
গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়ায় অভিযান চালিয়ে আটটি সোনার বারসহ  দুজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ চুয়াডাঙ্গার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. আশরাফ আলীর ছেলে আব্দুল মোমিন (৪৯) এবং একই গ্রামের খোদা বকসের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)। চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী বলেন, গোপন তথ্যে গতকাল সকাল ৮টার দিকে বিজিবির একটি দল সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় আটককৃতরা মোটরসাইকেলসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে। পরে আব্দুল মোমিনের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় আটটি সোনার বার জব্দ করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা করা হয়েছে।