পিরোজপুরের স্বরূপকাঠিতে এক মানসিক ভারসাম্যহীন যুবক ৩৪০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে অবস্থান করার ৫ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুরো উপজেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ডাকবাংলো সংলগ্ন বৈদ্যুতিক টাওয়ারে ওঠেন ওই যুবক। তার নাম শঙ্কর বেপারী বাহাদুর (৩৮)। তিনি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামের মৃত নিকুঞ্জর ছেলে।
ঘটনার পর বিদ্যুৎ বিভাগ দুর্ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে সঞ্চালন লাইন বন্ধ করে দেয়। এতে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে পুরো উপজেলা।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে নামাতে ব্যর্থ হন। অবশেষে স্থানীয় চার যুবকের সাহসী প্রচেষ্টায় বিকেলে ওই যুবককে নিরাপদে নামানো সম্ভব হয়।
স্থানীয়দের মতে, এত বড় টাওয়ারটি নির্মান করা হলেও এটাকে অরক্ষিত করে রাখা হয়েছে। টাওয়ারটির নিচের অংশে কোন কাঁটাতার বা অন্যকিছু দিয়ে আটকানো থাকলে হয়তো আজকে এই ঘটনা ঘটতোনা। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, উদ্ধারের পর শংকরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
ইউএনও মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লোকটাকে উদ্ধারের জন্য বিভিন্ন ব্যক্তিদের দিয়ে চেষ্টা করি। পরে স্থানীয় তিন ব্যক্তি ও কাউখালীর এক টাওয়ারে কাজ করা শ্রমিক মিলে লোকটিকে উদ্ধার করে। উদ্ধারকারী চার ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মানী প্রদান করা হয়েছে।