দুপচাঁচিয়ার সাহারপুকুর বাজারে শহিদ জিয়া স্মৃতি সংঘের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সভায় সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মাজেদ সরকার এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম আলী। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মুহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ। এ ছাড়া উপজেলা যুবদল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সভায় শহিদ জিয়ার স্মৃতি রক্ষার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মতবিনিময় হয়।