ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নারীর মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:৪৪ এএম

বগুড়ার জামিলনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে ৪৩ বছর বয়সি সাবিকুন নাহার নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সাবিকুন নাহার চট্টগ্রামের হোন্দালপাড়া গ্রামের গোলাম সবানীর মেয়ে। প্রায় ৯ মাস ধরে তিনি জামিলনগরের শাজাহান মিয়ার বাসায় ভাড়া থাকতেন। বাড়ির মালিক শাজাহান মিয়া জানান, গত শনিবার বিকেলের পর থেকে সাবিকুন নাহার ফোন ধরছিলেন না। রাতেও ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকালে বিছানায় তার নিথর দেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। শাজাহান মিয়া আরও বলেন, ৯ মাস আগে সাবিকুন নাহার এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া নেন। এক সপ্তাহ আগে তাদের তালাক হয়েছে বলে সাবিকুন নাহার তাকে জানিয়েছিলেন। মৃত্যু সংবাদ জানাতে ফোন করলে ওই ব্যক্তি কল কেটে দিয়েছেন।