মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেটের বিয়ানীবাজারে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার।
দিবসটিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে প্রশাসন। এতে বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা ফয়জুল ইসলাম, সেক্রেটারি কাজী আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, চেয়ারম্যান ফরিদ আহমদ, চেয়ারম্যান আবদুল মন্নান, সাবেক কাউন্সিলার মিছবাহ উদ্দিনসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

