নরসিংদীর পলাশ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের পরও ভয়াবহভাবে বেড়ে গেছে লোডশেডিং। আর তীব্র লোডশেডিংয়ে অনেকেরই কাটছে নির্ঘুম রাত, অচল হয়ে পড়েছে জনজীবন। দিনে ও রাতের বেশীর ভাগ সময় বিদ্যুৎ না থাকায় থমকে যাচ্ছে মানুষের স্বাভাবিক কাজ-কর্ম। ভ্যাপসা
গরমের সঙ্গে তীব্র লোডশেডিংয়ের কারণে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। পল্লী বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ দিন ও রাতের বেশীর ভাগ সময় পাওয়া যায় না বিদ্যুৎ। টানা কয়েকদিনের লোডশেডিংয়ের কারণে শিল্প প্রতিষ্ঠান, বাড়ি-ঘর, দোকান, মার্কেট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ
বিভিন্ন স্থানে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ আঞ্চলিক অফিস বলছে, পলাশ তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দেরর গ্রীড থেকে চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
উপজেলার ঘোড়াশাল পৌর এলাকাসহ অপর ৪টি ইউনিয়নে একই চিত্র। ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল গুলো বিদ্যুৎ সংকটে অচল হয়ে পড়েছে।একই কারণে উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা- কর্মচারী, ফটোকপি-কম্পিউটারের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ভোগ চরমে পৌঁছেছে। একবার বিদ্যুৎ চলে গেলে ২-৩ ঘন্টার আগে ফিরে আসছে না। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের কবলে উপজেলার প্রায় ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক অতিষ্ঠ হয়ে পড়েছেন।
ঘোড়াশাল বাজারের কাপড় ব্যবসায়ী মুন্না, সিরাজুল, বাবুল সহ একাধিক গ্রাহক জানান, ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য করা মুশকিল হয়ে পড়েছে।অভিযোগ জানানোর জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষের যেসব নাম্বার দেয়া আছে এগুলো খোলা থাকলেও কল দিলে রিসিভ করে না। পল্লী বিদ্যুৎ সমিতি নরসিংদী-১ ঘোড়াশাল আঞ্চলিক অফিসের ডিজিএম মোঃ আকবর হোসেন অধিক লোডশেডিংয়ের কথা স্বীকার করে বলেন, গ্রাহকের বিদ্যুৎতের চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় এ সমস্যা হচ্ছে। তবে অচিরেই এর সমাধান হয়ে যাবে।

 
                            -20240913130414.jpeg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন