বছরের অন্য মাসের চেয়ে রমজানে লেবুর চাহিদা স্বাভাবিকভাবে বেশি থাকে। চলতি রমজান মাসে সিলেটে লেবুর বাজারে চলছে তুঘলকি কাণ্ড। বড় সাইজের লেবুর হালি ২৫০ টাকা আর সবচেয়ে ছোট সাইজের লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।
তবে এসবের মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে জারা লেবুর দাম। নগরীর বন্দরবাজারের লালবাজারে এক হালি জারা লেবুর দাম সাড়ে চার হাজার টাকা হাঁকা হয়েছে।
লালবাজারের ছোট্ট দোকানে নানা জাতের লেবু নিয়ে বসেছেন ইমন আহমদ নয়ন। তিনি বলেন, ‘বড় সাইজের হরিপুরী জারা লেবু চার হাজার ৫০০ টাকায় বিক্রি করছি। মাঝারি সাইজেরগুলোর হালি এক হাজার ৬০০ টাকা।’
এত বেশি দাম কেন- জানতে চাইলে তিনি বলেন, ‘হরিপুরী জারা লেবুর চাহিদা বেশি, দামও বেশি। খেতেও সুস্বাদু।’ তিনি মাঝারি সাইজের অন্য আরেকটি জারা লেবু দেখিয়ে বললেন, ‘এগুলো আবার ৪০০ টাকা হালি।’ দামের এত তারতম্যের কারণ হিসেবে তিনি বলেন, এগুলো নরসিংদীর জারা লেবু, দাম কিছুটা কম, ৪০০ টাকা। একই সাইজের হরিপুরী জারা লেবু আবার এক হাজার ৬০০ টাকা।
এ সময় হারুনুর রশীদ নামের এক ক্রেতা হরিপুরী জারা লেবুর দাম শুনে বলেন, ‘বাপরে, আমার বাকি জীবনে এ লেবু না খেলেও চলবে।’ তিনি আর দাম-দর না করেই চলে গেলেন।

 
                             
                                    
                                                                

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন