নেত্রকোনার দুর্গাপুরে মো. জয়নাল মিয়া (৬৫) নামে এক কৃষি খামারের কর্মচারীকে (পাহারাদার) ঘরের খুটির সাথে বেঁধে হত্যা করে সাতটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৬ মার্চ) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া চৌরাস্তা নামক এলাকার মাহবুবুল হকের খামারে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল মিয়া উপজেলার একই ইউনিয়নের পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা ও গত দুই মাসের বেশি সময় ধরে এই ফার্মে কাজ করছিলেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম,সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম ও দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল মিয়া এই ফার্মে পাহারাদার হিসেবে কাজ করতেন। সে ছাড়াও আরও দুইজন কর্মচারী এখানে কাজ করেন। গতকাল রাত দশটার দিকে হেলাল নামের একজন পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের ডিউটি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান।
পরে আজ সকালে হেলাল আবারও ডিউটিতে ফিরে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিতে তাকে খোঁজ করলে একপর্যায়ে গরুর খড়ের ঘরের পালার সাথে বাঁধা মৃত্যু অবস্থায় দেখতে পান। পরে তিনি ফার্মের মালিকসহ সবাইকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
খামারের মালিক মাহবুবুল হক জানান, জয়নালকে হত্যা করে ১১টি গরুর মধ্যে ৭টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম জানান, সর্বশেষ গত রাত দশ ঘটিকায় যখন বদলি পাহারাদার এখানে আসেন তখন জয়নালকে কাজ বুঝিয়ে দেয় সে সময় পর্যন্ত ঠিক ছিল।
পরবর্তীতে ওই পাহারাদার আবারও সকালে কাজে এসে জয়নালের কাছ থেকে কাজ বুঝে নিবেন সে-সময় ওই পাহারাদার তখনি দেখতে পান গরু রাখার ঘরের দরজা খোলা ও সাতটি গরু নাই। পরবর্তীতে সে জয়নালের খোঁজ করলে কোথাও না পেয়ে একপর্যায়ে খড়ের ঘরে মুখ বাঁধা অবস্থায় মৃত অবস্থা পায়।

 
                             
                                    
                                                                


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন