পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, ভূমিমন্ত্রী ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর বড় মেয়ে আওয়ামী লীগ নেত্রী মাহজেবিন শিরিন প্রিয়াকে (৫০) আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহজেবিন শিরিন প্রিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের বড় বোন এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সদস্য তিনি।
প্রিয়া ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ওসি শহীদ আরও জানান, ২০২৪ সালের ৪ আগস্ট পাবনার ঈশ্বরদী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচিতে যুবদল কর্মীদের লক্ষ্য করে গুলির ঘটনায় একটি মামলা হয়। এতে অজ্ঞাত আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুবদল কর্মীদের গুলি করার ঘটনার মামলায় প্রিয়া আসামি না থাকার কারণে ৫ আগস্টের পর তিনি বহাল তবিয়তে ঈশ্বরদী শহরের হাসপাতাল রোডের নিজ বাড়িতে ছিলেন। তবে ওই মামলায় দীর্ঘ ৬ মাস পর পুলিশ প্রিয়াকে আটক করা হলো।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন