দুই শতাধিক ভ্যান নিয়ে নিজ এলাকায় জনসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রংপুরের মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে ব্যাটারিচালিত এসব ভ্যান নিয়ে উপস্থিত হন আখতার হোসেন। তার সঙ্গে থাকা কর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে উপস্থিতি জানান দেন।
সম্প্রতি এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের শতাধিক গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে শোডাউন করেন। এ বিষয়ে দলটির দুই নেতার পাল্টাপাল্টি ফেসবুক পোস্টের বিষয়ে আখতার হোসেন বলেন, ‘যদি নিজস্ব ব্যবস্থাপনা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন, সেটি আমরা দলগতভাবে অবশ্যই যাচাই-বাছাই করব। আমাদের দলের বিভিন্ন সদস্যদের মধ্যকার কথাবার্তা নিয়ে অনেকের মনে হচ্ছে দলের মধ্যে সমন্বয়হীনতার জায়গা তৈরি হয়েছে। বিষয়টা এমন নয়।’
এদিকে, রংপুরের মাহীগঞ্জ এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আখতার হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রস্তুতি নিয়ে বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকরা দেশের বিভিন্ন স্থানে কমিটি গঠনের কাজ শুরু করেছেন। সবাই দেশের জনগণের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। আশাবাদী খুব শিগগিরই নির্বাচনের জন্য নিবন্ধনের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারব।’
এছাড়া তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে পারবে। গণপরিষদ নির্বাচনের বাস্তবতা অবশ্যই নিশ্চিত করতে হবে।’
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আরও বলেন, এই ফ্যাসিবাদী, একনায়কতান্ত্রিক ও অগণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থা চলা আর সম্ভব নয়, এবং দেশের জনগণ আর এটি চায় না।’
এনসিপির সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার রংপুরে আসেন আখতার হোসেন। দুপুরে নগরের সাতমাথা থেকে জনসংযোগ শুরু করেন তিনি। পরে তার সংসদীয় এলাকা কাউনিয়া এবং পীরগাছার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দুই শতাধিক ভ্যানের শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তার নেতাকর্মীদের হাতে বাংলাদেশ এবং এনসিপির পতাকা দেখা যায়।
শোভাযাত্রাটি দেউতি-কদমতলী-পীরগাছা সদর, কালিগঞ্জ পাওটানা হয়ে কাউনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টেপামধুপুর এলাকায় গিয়ে ইফতার মাহফিলে অংশ নেন তিনি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন