লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্ছু মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নারায়নপুরে তার বাড়ির সামনে এই হামলা হয়।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু ইছাপুর ইউপির নারায়নপুর এলাকায় তার নিজ বাড়িতে আসেন। মেহেদী হাসান মঞ্জু, যিনি হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন। সন্ধ্যার পর তাকে দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন সুক্কুর ও তার কয়েকজন সহযোগী মেহেদী হাসান মঞ্জুকে মারধর করার চেষ্টা করেন।
এই ঘটনার পর, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্ছু মোল্লা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন সুক্কুরসহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ হামলায় আজিজুর রহমান বাচ্ছু মোল্লার হাত আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়।
এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় এবং রাত সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। ঘটনাস্থলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যার ফলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় এলাকায় পুলিশি উপস্থিতি বাড়ানো হয় এবং দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, অভিযুক্ত সাগর হোসেন সুক্কুরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা এ ঘটনায় জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ আরও তৎপর রয়েছে।

 
                            -20250330193203.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন