ময়মনসিংহের নান্দাইলে ছাগল চুরি করে মুখে স্কচটেপ লাগিয়ে নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে ধাওয়া করেছে এলাকাবাসী।
সোমবার (২ জুন) সন্ধ্যার দিকে নান্দাইলে পৌর সদর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল পৌরসভার সমূর্ত্তজাহান মহিলা কলেজের পেছনে ফসলি জমিতে ঘাস খাচ্ছিল স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিনের একটি ছাগল। সেই সময়ে একজন চোর ছাগলের মুখে স্কচটেপ লাগিয়ে কোলে করে নিয়ে পালানোর সময়ে সামসুন্নাহার নামের এক নারী দেখে ফেলেন।
এ সময় তিনি চিৎকার দিয়ে ধাওয়া করলে ছাগল রেখে পালিয়ে যান চোর।
শামসুন্নাহার বলেন, ছাগলটি আমার পরিচিত একজনের বলে সন্দেহ হওয়ায় দেরি না করে চোরকে ধাওয়া করি। পরে ছাগল রেখে পালিয়ে যায় চোর।
আবদুল বারিক মিয়া নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন অভিনব কৌশলে চুরির ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন