গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার বিএনপি ও পৌর বিএনপির কয়েকটি কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই বিএনপির একাংশ কমিটিকে প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল বের করে।
ওই ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকে বিএনপির একটি অংশ বিজয় মিছিল বের করে। বিএনপির অন্য এক অংশের নেতা-কর্মীরাও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। এতে দুই পক্ষের নেতা-কর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া দেওয়া শুরু করলে পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় নেতা-কর্মীদের।
এতে কমপক্ষে ১০ জন আহত হয়। ওই ঘটনায় কালিয়াকৈর এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সাহেব বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখন পরিবেশ শান্ত আছে। কোনো ধরনের নাশকতার সৃষ্টি যেন না হয়, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।’

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন