নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জেরে শামসুদ্দোহা (৬৫) নামে এক বৃদ্ধকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন পৌর যুবদলের বহিষ্কৃত নেতা শফিক (৩৫) এবং তার ভাগিনা থানা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিব চৌধুরী (২৫)।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শামসুদ্দোহা ওই এলাকার মৃত পেয়ার আলীর ছেলে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে শামসুদ্দোহার ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন যুবক। তাকে গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।’
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আহতের শরীরে গুলি নাকি কুপের আঘাত তা চিকিৎসক নিশ্চিত করবেন। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।’
ওসি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা পূর্বে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন