মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট নিয়মিত অভিযানে ১৭৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে বামনা উপজেলার বামনা ইউনিয়নের সোনাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনীর একটি দল।
অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আল আমিন ও মো. তরিকুল ইসলাম মামুনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, তিনটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং নগদ ১,৩৫০ টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ বামনা থানায় হস্তান্তর করা হয়।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, ‘নৌবাহিনীর অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।’
নৌবাহিনী সূত্র আরও জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক, সন্ত্রাস এবং অবৈধ অস্ত্র নির্মূলে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রাখবে।