বরিশালের বাকেরগঞ্জে দিনদুপুরে ‘পাগলের বেশে’ ঘরে ঢুকে সত্তার হাওলাদার নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ব্যক্তি। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধালমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বৃদ্ধের বসতঘরে ছদ্মবেশে এক ব্যক্তি প্রবেশ করে। পরে ঘরের অভ্যন্তরেই ধারালো ছুরি দিয়ে বৃদ্ধকে একাধিকবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ। খবর পেয়ে সংশ্লিষ্ট বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সত্তার হাওলাদার বাসায় বিশ্রাম নিচ্ছেলেন এবং তার স্ত্রী পাকঘরে রান্না করছিলেন। এমন সময় পাগলের বেশে এক যুবক বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সে ঘরে ঢুকে ধারাল ছুরি দিয়ে বৃদ্ধ সত্তার হাওলাদারের শরীরে একাধিক আঘাতে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত বৃদ্ধ ডাক-চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে হত্যাকারী দৌড়ে পালিয়ে যায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রক্তাক্ত বৃদ্ধকে তাৎক্ষণিক উদ্ধার করে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পলাশ হাওলাদার।
তিনি রূপালী বাংলাদেশকে বলেন, ‘রোগীকে ইসিজি করে দেখা যায়, তিনি আর জীবিত নেই। তার শরীরের একাধিক স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে কী কারণে এবং কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে পুলিশ তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারছে না। তবে পুলিশ বলেছে, এই প্রাণ বিয়োগের নেপথ্যে পূর্ববিরোধ থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ রূপালী বাংলাদেশকে বলেন, ‘বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগমকে থানায় এজাহার দাখিলের পরামর্শ দেওয়া হয়েছে।’