ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অমর একুশে হল কমিটির সহসভাপতি ও হল শাখার সাধারণ সম্পাদক (জিএস) আহসান হাবিব রিয়াদ (২৯) বগুড়ায় গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বগুড়া শহরের নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে তাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রিয়াদ বগুড়া সদরের ধরমপুর এলাকার বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী রেজাউল করিমের ছেলে। তিনি অমর একুশে হল কমিটির সহসভাপতি ও হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, রিয়াদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার ওপর ককটেল হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর বিকেলে রিয়াদকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।